মানুষ কেন আত্মহত্যা করে?

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

ট্রমা শব্দের অর্থ মানসিক আঘাত। ট্রমা এমন একটা অবস্থা বা পরিস্থিতি, যার কারণে ব্যক্তির মনে হয় সে অনেক কষ্টে আছে। মনে হয় পৃথিবীতে সে একা। এটা এমন একটা মানসিক আঘাত যার ফলে মানুষ আত্মহত্যা করতে দ্বিধাবোধ করে না। আত্মহত্যা করতে দ্বিধাবোধ করে না ঠিকই কিন্তু ট্রমায় আক্রান্ত ব্যক্তি বারবার মরে যায়। তার কাছে কোনো কিছুই ভালো লাগেনা। সব কিছু অস্বাভাবিক মনে হয়। ট্রমায় আক্রান্ত ব্যক্তির স্মৃতিশক্তি কমে যায় এবং কোন বিশেষ ঘটনার কোন বিশেষ অংশ বারবার তার মস্তিষ্কে নাড়া দেয়। ব্যক্তির একাগ্রতা কমে যায় এবং যে কোন বিষয় সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়। ট্রমায় আক্রান্ত ব্যক্তি একা থাকতে পছন্দ করে, তবে কেউ কেউ যখন বুঝতে পারে যে সে মানসিকভাবে অনেক চাপে রয়েছে তখম সে নিকটাত্মীয় কিংবা বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটানোর চেষ্টা করে। আত্মহত্যার সূত্রপাত ঘটে এখান থেকেই! যখন মানসিক আঘাত প্রাপ্ত বা ট্রমায় আক্রান্ত কোন ব্যক্তি নিজ আত্মীয় কিংবা বন্ধুমহলে অথবা ভালোবাসার মানুষ দ্বারা বারবার অপমানিত হয় তখন মানসিক আঘাত টা আরো বেড়ে যায় এবং সে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করে না। ট্রমায় আক্রান্ত ব্যক্তির মনে হয় সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দুঃখী ব্যক্তি। ব্যক্তি ভেবেই নেয়, পৃথিবীতে এভাবে বাঁচার চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। যার ফলে তার মধ্যে আত্মহত্যা করার প্রবণতা কাজ করে। যা কখনো ভালো ফলাফল বয়ে আনতে পারে না। সুতারাং ব্যক্তি হিসেবে আমাদের সবার উচিত সে সকল লোকের পাশে দাঁড়ানো যারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
মো. লিমন আহমেদ
সখিপুর, শরিয়তপুর।

পূর্ববর্তী নিবন্ধভিক্টর হুগো : মানবমুক্তির স্বপ্নদ্রষ্টা
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারি, ফাগুন ও বইমেলা