মানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় লায়ন কামরুন মালেক

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লায়ন নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ এবং আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশএর প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।

ক্লাব সভাপতি লায়ন এম. সোহেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় তিনি এ আহ্বান জানান। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশে লায়নিজমের সূতিকাগার এ ক্লাবের সদস্য হওয়া যেমন গৌরবের তেমনি আমাদের দায়িত্বও অনেক বেশি। আমরা মানুষের প্রতি দরদী, সামর্থ্যবান সমাজের নেতৃস্থানীয় লোকেদের লায়নিজমের প্রতি আকৃষ্ট ও আগ্রহী করে তুলতে হবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি লায়ন নাজমুল শাকেরের পরিচালনায় ও জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং টেইল টুইস্টার লায়ন বাসুদেব সিনহার শপথবাক্য পরিচালনার মাধ্যমে গতকাল শনিবার ড. এনামুল হক সড়কস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে ক্লাবের ২০২২২০২৩ লায়ন সেবাবর্ষের সমাপনী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ২০২৩২০২৪ সেবাবর্ষের সেবা কর্মসূচি, বিগত বছরের আর্থিক প্রতিবেদন, আন্তর্জাতিক লায়ন কনভেনশন ২০২৩, সদস্য সংগ্রহসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন প্রাক্তন ক্লাব সভাপতিব লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন রাজিব সিনহা, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন এস কে পালিত, লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন সাধন কুমার ধর, লায়ন নিশাত ইমরান, লায়ন আবু নাসের রনি, সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীন, নবনির্বাচিত ক্লাব সভাপতি লায়ন বাবুল কান্তি লালা ও সহসভাপতি লায়ন রেবেকা নাসরিন। বোর্ড সভায় অংশগ্রহণ করেন ক্লাবের ট্রেজারার নূর আকতার জাহান, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুব, ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন কিশওয়ার জাহান, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া এবং ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন। সভায় লিও মানসিভ খানসহ ক্লাবের সকল অসুস্থ সদস্যের দ্রুত আরোগ্যলাভের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধচুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা সম্পন্ন