মানসিক ভারসাম্যহীনদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে একযুগে মানসিক ভারসাম্যহীন ভবঘুরের তথ্য সংগ্রহ ও নিবন্ধন হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। ‘কেউ থাকবে না অনাহারে, হোক না সে অবহেলিত ভবঘুরে’-প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবন মান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কাজ করা ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর বাদশাহ। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, মানবাধিকার কমিশন মহানগর উত্তরের নেতা লায়ন মো. ইব্রাহীম, মানবাধিকার নেতা অঘোর কুমার সিংহ, স্বপন, এম এ জলিল, সংগঠক নাছির উদ্দীন মজুমদার, এস এম আনোয়ার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টিটু, রিংকু, বদরুল ইসলাম আরমান, শিক্ষার্থী মাহমুদ খানম নওরিন, দিলশাদ আলমগীর প্রমুখ। এ সময় মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের ক্রমিক সহকারে হাতে চিহিৃত হারু পরা নিবন্ধিত ৩৫৭ জনকে সামাজিক মর্যাদা আসীন করা নিয়ে আলোচনা করা হয়। এ সময় চসিক ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, ভবঘুরে মানসিক ভারসাম্যহীনরাও আমাদের সমাজের অংশ। আমাদের উচিত তাদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দেওয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ক্যান্সারের ঝুঁকি কমে