নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ক্যান্সারের ঝুঁকি কমে

চিটাগাং ক্লাবে কর্মশালায় বক্তারা

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও অ্যালকোহল পরিত্যাগের মাধ্যমে অর্ধ শতাংশের বেশী ক্যান্সার ঝুঁকি কমানো সম্ভব। গতকাল শনিবার চিটটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত ‘সিসিএল ক্যান্সার সচেতনতা বিষয়ক ক্যাম্পে মূল আলোচক ভারতের দুই ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রিয়াজ আহমেদ এবং ডা. সৌরুপা মিত্র অভিন্ন বক্তব্যে এসব কথা বলেন। ভারতের রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউড এন্ড রিচার্জ সেন্টার ও লিম্পেমা সাপোর্ট গ্রুপ ইন্ডিয়া’র যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত ক্যাম্পে ক্যান্সার সচেতনতার উপর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে চিফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী।
সাবেক সিসিএল নির্বাহী কমিটি মেম্বার ইমতিয়াজ হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন লিম্পেমা সাপোর্ট গ্রুপের দুই প্রতিষ্ঠাতা সদস্য দেবেন্দ্র মদান ও শামীমা খান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. ইন্দ্রা চৌধুরী এবং ক্লাব মেম্বার সোলায়মান আলম শেঠ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিসিএল জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম, ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মাহাবুবুল কবির খান, মো. জাহিদ সুলতান, এস এম শফিউল আজমসহ অন্যান্য ক্লাব সদস্যগণ সপরিবারে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানসিক ভারসাম্যহীনদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রসেনিয়ামের নাটক নোরা কই যায়