সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ-এর ডিগ্রি (২০১৯-২০২০) শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘মানবিক ফাউন্ডেশন’ কর্তৃক বিজয়ের মাসে বিজয়ের দিনে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর জিইসি মোড়, গরীব উল্লা শাহ মাজারের সামনে পথশিশু এবং পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এ কর্মসূচি সম্পর্কে উদ্যোক্তারা জানান, তারা অন্যদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে এই কাজের উদ্যােগ নিয়েছেন। তাদের উদ্যোগ দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাফিস, জাহিদ, আসাদ, আকাশ, রাহামাতুল্লাহ, রবিন, আনাস, মিজান, রাব্বি, কুশাল, রাশেদ, মিনহাজ, তাফিম, আখিল, তিন্নি, আরশি, আফরোজা, হাফসা প্রমুখ।