মানবসম্পদের বাস্তবসম্মত ব্যবহার নিশ্চিত হলে দেশ আলোকিত হবে

আইআইইউসির অনুষ্ঠানে এমপি নদভী

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এমবিএ ও এমবিএম ৬৪-৬৫তম ব্যাচের শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠান গত সোমবার হোটেল আগ্রাবাদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। আইআইইউসির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিজিয়া সুলতানা চৌধুরী ও ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এমবিএ ও এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. আবদুল্লাহিল মামুন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, মানবসম্পদের যথাযথ ও বাস্তবসম্মত ব্যবহার নিশ্চিত হলে, দেশ আলোকিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেগা প্রকল্পের আওতায় মীরশ্বরাই ইকোনমিক জোন হচ্ছে। ৩৪ হাজার একর জমিতে এই ইকোনমিক জোন হচ্ছে। যেখানে সারা বিশ্ব থেকে ইনভেস্টররা অংশগ্রহণ করবে। এই ইকোনিক জোনে আইআইইউসি শিক্ষার্থীদের, বিশেষ করে ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের মেধা ও মননশক্তি কাজে লাগবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদীর কার্প জাতীয় মাছের জিনোম বিন্যাস উদঘাটন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা দেবে এসএসএফ