হালদা নদীর কার্প জাতীয় মাছের জিনোম বিন্যাস উদঘাটন

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

হালদা নদীর কার্পজাতীয় মাছের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস উদঘাটন করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট গবেষণায় মৌলিক তথ্য ভান্ডার সৃষ্টি করা সম্ভবপর হবে বলে আশাবাদ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন এই তথ্য ভান্ডারকে ব্যবহার করে ভবিষ্যতে যেকোনো বৈশিষ্ট্যপূর্ণ জীন নিয়ে গবেষণা করা সহজতর হবে।
জানা যায়, ২ বছর পূর্বে হালদা রিসার্চ ল্যাব একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে জিনোম বিন্যাস উদঘাটনের উদ্যোগ নিয়েছিলেন দেশের অন্যতম কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদার ডলফিনের বংশবৃদ্ধি ও মানসম্মত উৎপাদনের ক্ষেত্রে জিনগত ত্রুটি দূর করার লক্ষ্য নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া এই ব্যাপারে মূখ্য ভুমিকা পালন করেন। জানা যায়, হালদা নদী মাছ ও ডলফিনের প্রজননের ধরণ, পারস্পরিক অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য, গবেষণার জন্য জিনোম বিন্যাস উদঘাটন খুবই জরুরি ছিল। বিশেজ্ঞদের মতে এই উদ্যোগ সফল হওয়ায় হালদা নিয়ে আরো অনেক কিছু গবেষণা করা সম্ভব হবে। এখন থেকে জিনগত তথ্য সংরক্ষিত থাকবে। প্রাকৃতিক বিভিন্ন প্রজাতির মধ্যে অন্তঃজাতীয় সংষ্করকরণ এড়ানো এবং বিশুদ্ধ প্রজাতি সংরক্ষণ সম্ভবপর হবে। খবর নিয়ে জানা যায়, ড. কিবরিয়ার তত্ত্বাবদানে সম্পাদিত এ গবেষণায় উক্ত বিভাগের সুমা আক্তার, নাজনীন ইসলাম, সাবিহা মুস্তফা অর্পা, আবদুল্লাহ আল আশেক এবং আজলিনা কবির অংশ নেন। গবেষণায় কারিগরি সহায়তা দেন চট্টগ্রাম ভ্যাটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএম জুনায়েদ সিদ্দিকী। পিকেএস এর অর্থায়নে আইডি এফ এ কাজে ভূমিকা রাখে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ
পরবর্তী নিবন্ধমানবসম্পদের বাস্তবসম্মত ব্যবহার নিশ্চিত হলে দেশ আলোকিত হবে