সরকারি স্কুলের লটারি আজ বেসরকারিতে কাল

মাধ্যমিক পর্যায়ে ভর্তি

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তিতে সরকারি স্কুলের লটারি আজ ১২ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত হবে। অনলাইনে (সফটওয়্যারের মাধ্যমে) এ লটারি কার্যক্রম সম্পন্ন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দুপুর ২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি লটারি কার্যক্রম উদ্বোধন করবেন। লটারি কার্যক্রম শেষে বিকেল ৪টার পর স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://www.gsa.teletalk.com.bd) শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

অবশ্য প্রাতিষ্ঠানিক ফলাফল পেতে রাত ৮টা নাগাদ হতে পারে। মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। একইভাবে বেসরকারি স্কুলে ভর্তির লটারি আগামীকাল ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করতে পারবে জানিয়ে মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন বলছেন, তবে অবশ্যই ২৮ ডিসেম্বরের মধ্যে তাদের এ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

মাউশির তথ্য অনুযায়ী, অনলাইনে লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। গত দুই বছরের ধারাবাহিকতায় শিক্ষার্থী ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেয়া যাবে না।

পূর্ববর্তী নিবন্ধ১০ ডিসেম্বর : কার কী অর্জন
পরবর্তী নিবন্ধদায়িত্ব দেয়ার প্রায় সাড়ে ১০ মাসের মাথায় চসিকের মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে অব্যাহতি