মাদরাসা শিক্ষার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার

চিকন খলিফা মাদ্রাসায় হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সরকার মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাাশি তিনি মাদরাসা শিক্ষার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। অবক্ষয়মুক্ত ও নৈতিক শিক্ষার আলোকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ ও সমাজ গঠনে মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করা হয়েছে। গত শুক্রবার পটিয়ার ছনহরায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা ও ওরশ মাহফিলে তিনি একথা বলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ছনহরা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী। বক্তব্য রাখেন নেতা মো. ইউনুছ, আনোয়ার উদ্দিন, আবুল বশর, আবদুর রশীদ সিকদার, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সুমন, মেম্বার সাইফুল আলম, জাহেদুল হক, ইকবাল হোসেন, শরীফ উল্লাহ আশেকী, ইউসুফ জিলানী, আবদুল মাবুদ আল কাদেরী, সেলিম উদ্দিন আশরাফী, সরওয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালককে সাজা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সোমবার করোনা আক্রান্ত ১১ জন