ইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালককে সাজা

১৮৩ কোটি টাকা আত্মসাত

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংকের ১৮৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৫৭৩ টাকা আত্মসাতের অভিযোগে করা একটি জারি মামলায় মো. শামসুল আলমসহ ইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকীরা হলেন, মো. নুরুল আবছার, কামরুন নাহার বেগম, তাহমিনা বেগম ও মো. নুরুল আলম। গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামিরা সময়ের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে প্রত্যেককে ৫ মাসের সাজা দিয়েছেন। আদালত সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৮৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৫৭৩ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইলিয়াস ব্রাদার্স নামের কোম্পানি ও এর পাঁচ পরিচালকের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ এপ্রিল উক্ত জারি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ দেশে ফিরেছে
পরবর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার