মাতারবাড়িতে বিদ্যুৎ প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা পেল ৩২ পরিবার

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ৩০ মে, ২০২১ at ১২:৪৪ অপরাহ্ণ

মহেশখালীতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৪ লক্ষ ৮৭ হাজার টাকার চেক পেল ৩২ পরিবার। গতকাল শনিবার মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে (এলএ) মামলার চেক বিতরণ এবং ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ।
চেক বিতরণকালে কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, জমির মালিকদের চেক পেতে বিলম্বের অন্যতম কারণ হচ্ছে শরিকদারদের মধ্যে মালিকানার বিরুদ্ধে মামলা মোকদ্দমা সংক্রান্ত জটিলতা। দ্রুত চেক পাবার স্বার্থে নিজেদের মধ্যে কোন বিরোধ থাকলে তা নিজেরাই নিষ্পত্তি করে ফেলুন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর সোহেল এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধশিশু নিখোঁজ