আব্দুস ছালাম চাটগাঁমীর দাফন সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম বড় মাদ্রাসার পরিচালক প্যানেল সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীর দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৬ মিনিটে হাটহাজারী বড় মাদ্রাসা চত্বরে তার জানাযা অনুষ্ঠিত হয়।

হাটহাজারী বড় মাদ্রাসা এলাকায় হেফাজতে মরহুম সাবেক দুই আমির যথাক্রমে আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবরের পাশে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

জানাযায় অংশগ্রহণের জন্য বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা মাদ্রাসার চত্বর ও আশেপাশে জমায়েত হয়।

জানাযার শুরুতে বয়ান করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী।

এসময় জানাযায় বক্তব্য রাখেন মাওলানা আহমদিয়া, মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আমিনুল শাহ মাওলানা, সালাউদ্দিন নানুপুরী, তার ছেলে মাওলানা ইসহাক, মাওলানা নুরুল ইসলাম জিহাদী।

এদিকে, জানাযায় শুরুর পূর্ব থেকে উপস্থিত মুসল্লিদের জমায়েতরে কারণে হাটহাজারী-নাজিরহাট, হাটহাজারী-রাঙামাটি মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম নির্ধারণ নিয়ে শূরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি।

এসময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমীর নাম ঘোষণার পরপরই তিনি হুইল চেয়ারে বসা অবস্থায় ইন্তেকাল করেন।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটায় চুরি হওয়া স্বর্ণালংকার-ল্যাপটপ কর্ণফুলী থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু