মহৎ ব্যক্তিরা সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন

স্মরণসভায় অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৯:১১ পূর্বাহ্ণ

এলজিইডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন বলেছেন, যুগে যুগে জন্ম নেয়া জনহিতকর ব্যক্তিরা শুধুমাত্র নিজের ও পরিবারের জন্য কল্যাণকর কাজ করেন না, তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। সে ক্ষণজন্মা মানুষগুলো সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তাদের একজন জহুর আহমদ সওদাগর, অপরজন শাহ আলম হাওলাদার। ভোলা জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি জহুর আহমদ সওদাগর ও অর্থ সম্পাদক শাহ আলম হাওলাদারের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক ফিরোজ চৌধুরীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মো. মোতাহার উদ্দিন, সহ-সভাপতি ওমর ফারুক, এ কে এম সাফিজল ইসলাম, মো. তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক, যুগ্ম সম্পাদক কিরন শর্মা, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান রায়হান, অ্যাড. আবু হানিফ, ৪ নম্বর অঞ্চলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, ৫ নম্বর অঞ্চলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিলন, ৬ নম্বর অঞ্চলের যুগ্ম সম্পাদক মো. মোসলে উদ্দিন বাহার প্রমুখ। মেজবা উদ্দিন আরো বলেন, আমরা যে দুইজন মহৎ ব্যক্তির স্মরণে আজকে এখানে উপস্থিত হয়েছি তারা সবসময় ভোলা জেলা সমিতির দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ সেবায় অনন্য অবদান রেখেছেন। তারা সবসময় জনহিতকর কাজে নিয়োজিত থাকতেন। তাদের এই অবদান ভোলা জেলা সমিতি সবসময় মনে রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে এবার ৮৪ পূজামণ্ডপ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীর মাঝে কম্পিউটার প্রদান