মহেশখালীতে দুই চেয়ারম্যান পুনঃনির্বাচিত

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি ইউনিয়ন পরিষদেই বর্তমান চেয়ারম্যানরা পুনরায় নির্বাচিত হয়েছেন। মহেশখালী উপজেলা নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বড় মহেশখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল ও কালারমারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী তারেক বিন ওসমান শরীফ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী বড় মহেশখালী ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল (চশমা) পেয়েছেন ৮ হাজার ৪৭৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল নিশান (মোটরসাইকেল) পেয়েছেন ৭ হাজার ৮২ ভোট। এছাড়া ৬ হাজার ৯১৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরী (নৌকা)।
অপরদিকে কালারমারছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ১৯ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান বাবু (টেলিফোন) পেয়েছেন ৫ হাজার ৮৯৮ ভোট।

পূর্ববর্তী নিবন্ধচীনে তৈরি দুটি আধুনিক টাগবোট চট্টগ্রাম বন্দরে
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় আওয়ামী লীগ প্রার্থীর জয়