মহানবীর (দ.) আগমন মানবজাতির জন্য বড় নেয়ামত : উপমন্ত্রী নওফেল

| বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম বাকলিয়া মদিনা মসজিদে ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের সমাপনী দিবসে গত বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, মানবতার মুক্তির কাণ্ডারি মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর দুনিয়াতে আগমন আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। মদিনা মসজিদের মতোয়াল্লি সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে মহফিলে প্রধান বক্তা ছিলেন সোবহানীয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জুলফিকার আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ার ইসলাম চৌধুরী, কাউন্সিলর প্রার্থী শহীদুল আলম, মহসিন ভূঁইয়া। মাহফিল উদ্বোধন করেন আন্‌জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন হাফেজ আনিসুজ্জামান, সৈয়দ হাস্‌সানুল হক নঈমি, ইউসূফ আল কাদেরী, আবুল মনছুর মাইজভান্ডারী, সৈয়দ আহমাদ শাহ আল আজহারী, আব্দুল্নাহ আল নিশান, সিরাজুল মোস্তফা সিদ্দীকি, এড, সৈয়দ মুখতার আহমেদ ছিদ্দীকি, সালাহউদ্দিন, শহিদুল হক হোসাইনী, মারেফাতুন নুর, হাফেজ মুনিরূজ্জামান আল কাদেরী, আব্দুন্নবি হক্কানী, মহিউদ্দিন আলকাদেরী, আব্দুল্লাহ, আবদুল জব্বার, মুনিরউদ্দীন সোহেল, রেজাউল হোসেন জসিম, মির্জা ফজলুল কাদের, মির্জা সায়েম কাদের, সাজেদুল আলম মিল্টন, মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহাদাত হোসেন রুমেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসার্ভ ফর স্মাইলের নতুন কমিটি গঠন
পরবর্তী নিবন্ধমাস্কবিহীন কাউকে দেখলে স্পট জরিমানা : সুজন