মহসিন কলেজে ভেন্ডিং মেশিন উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পিরিয়ডের সময় সহজে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহের সুবিধার্থে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৪টি স্থানে বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। এই ভেন্ডিং মেশিন থেকে ছাত্রীরা ৫ ও ১০ টাকায় খুব সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন।

এটিএম কার্ডের মতো এক ধরনের স্মার্ট কার্ড দিয়ে পাঞ্চ করলেই মিলবে স্যানিটারি ন্যাপকিন। কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজের ৪টি স্থানে স্থাপন করা এসব ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয় গতকাল।

এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। ভেন্ডিং মেশিনগুলোতে এক হাজার স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে জানা যায়, কলেজের বাণিজ্য ভবন, নতুন একাডেমিক ভবন, কলা ভবন ও বিজ্ঞান ভবনে বসানো হয়েছে ভেন্ডিং মেশিন।

পূর্ববর্তী নিবন্ধবন্যহাতির আক্রমণে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধইডেন রেসিডেন্সিয়াল স্কুলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম