মস্তিস্কে অস্ত্রোপচারের পর ভালো আছেন ম্যারাডোনা

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৬:০৩ পূর্বাহ্ণ

একদিন আগেই দিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠছেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরদিনই মস্তিস্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে ইতোমধ্যেই তার মস্তিস্কে সফল অস্ত্রোপচার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ম্যারাডোনার চিকিৎসক লিওপোলোদো লুক। এর আগে গত সোমবার নিজ দেশে শারীরিক অবস্থা খারাপ হলে ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ককে হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের জন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। তার চিকিৎসক জানান, ম্যারাডোনার শারীরিক স্বাস্থ্য খারাপ হয়েছিল কারণ তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা আর্জেন্টিনার শহর লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থ হওয়ার তিন দিন আগে ৩০ অক্টোবর নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন ম্যারাডোনা।

পূর্ববর্তী নিবন্ধটিভি ক্যামেরা জার্নালিস্টস এসো’র মুজিববর্ষ ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআবার র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব