মসজিদ পরিচালনা নিয়ে বিরোধ মারামারি, আহত ১

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীতে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় মো. করিম (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের সৈয়দ আমান আলী পেস্কার বাড়ি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত করিম ওই মসজিদ পরিচালনা কমিটির সদস্য। আহত করিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন করে মসজিদ নির্মাণ করতে কয়েক মাস আগে পুরানো মসজিদটি ভেঙ্গে ফেলা হয়।
নতুন মসজিদ নির্মাণে নের্তৃত্ব ও পরিচালনা নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছে। গতকাল বিকেলে দুই পক্ষের মাঝে একবার সংঘর্ষের উপক্রম হয়।
মাগরিবের পর ফের উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষের মারামারিতে করিম আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাকলিয়া থানার ওসি রাশেদুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্টস্‌ এসোর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ আজ