মমতার স্বাস্থ্য ক্যাম্প ও ভাতা বিতরণ

| বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

মমতার বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের উদ্যোগে গত ৮ মার্চ সোমবার ৬নং ওয়ার্ডে মমতা সমৃদ্ধি কেন্দ্রে একটি স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হয়। পল্লী কর্মসহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পরিচালিত উক্ত কর্মসূচির স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন ৯নং গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার ও মমতার সহকারি প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। একই সাথে মমতা সমৃদ্ধি কর্মসূচির উত্তর মাদার্শা ইউনিয়নের কার্যক্রম পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক, কর্মসূচি সমন্বয়কারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ। অপরদিকে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের উদ্যোগে একই দিনে ৩ নং মির্জাপুর ইউনিয়নে সরকারহাট শাখায় আর্থিকভাবে অস্বচ্ছল প্রবীণদের পরিপোষক ভাতা প্রদান, মৃতের সৎকার বাবদ নগদ প্রদান, প্রবীণকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানসহ কোভিড-১৯ টিকা গ্রহনের লক্ষ্যে প্রবীনদের রেজিস্টেশন কার্যক্রমের সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাসের সুহৃদ সম্মিলন ও আনন্দ আড্ডা
পরবর্তী নিবন্ধজেলা পরিষদের চেক হস্তান্তর