মন যেন আজ

সোমা মুৎসুদ্দী | সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

এই চলো না অনেক দূরে, কোথায় যাবো বলো,
যেখানে আকাশ মেঘের সাথে খেলছে লুকোচুরি।
মন যেন আজ বাঁধন হারা, দূরের পথে চলো
মন যেন আজ রঙবেরঙের সুতো কাটা ঘুড়ি।

এই চলোনা পদ্মা তিতাস মেঘনা নদীর ধারে,
সাদা রংয়ের বকগুলো আজ মনটা কেমন কাড়ে।
ঝাউয়ের শাখায় মৃদু দোলায় দুলবে আজি মন
তোমায় দেখে আমায় দেখে হাসবে সবুজ বন।

ফুলের সাথে পাখির সাথে আজকে তোমায় পাওয়া,
ঐ যে দেখো ছোট্ট কুটির ভালোবাসায় ছাওয়া।
আমার হাতে হাতটা রাখো চোখেই রাখো চোখ
নীরবতায় মনে মনে আজকে কথা হোক।

পূর্ববর্তী নিবন্ধজীবন এমন
পরবর্তী নিবন্ধপটিয়ার সামগ্রিক উন্নয়ন ও আগামী পরিকল্পনা