জীবন এমন

হামিদা খাতুন পান্না | সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

আজকাল কোনো সম্পর্কে মূল্যায়ন করতে ইচ্ছে করে না। সব সম্পর্কে স্বার্থ এসে গেছে। প্রতিটা সম্পর্ক গড়ে ওঠে স্বার্থের উপর ভিত্তি করে। কিন্তু স্বার্থগুলো যখন একটা মানুষের ওপর চরমভাবে নেগেটিভ ইফেক্ট ফেলে, একটা মানুষকে কষ্ট দেয় তখন আর সেই সম্পর্কে থাকা যায় না।

মানুষ যখন স্বার্থপর হয়ে ওঠে। সে তার নিজের জন্য সবকিছু করতেই প্রস্তুত থাকে। অন্য মানুষটার কথা ভাবে না। অতিরিক্ত স্বার্থপরতা আমাদেরকে ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আন্তরিকতা কমে গেছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। যে যার মত করে ভালো থাকা খুঁজে নিচ্ছে। তবুও মানুষ অসুখী।

পৃথিবীটা যদি নতুন ভাবে জন্ম নিত অথবা জীবনটা প্রথম থেকে শুরু করা যেতো! তাহলে আবার নতুন একটা ভুবন তৈরি হতো। হয়ত পৃথিবীর মানুষগুলো নতুনভাবে বাঁচার চেষ্টা করত। নতুন করে জীবন সাজাতে পারতো!

পূর্ববর্তী নিবন্ধঘুষ!
পরবর্তী নিবন্ধমন যেন আজ