মধ্যবিত্তের নীরব কান্না

রতন কুমার তুরী | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

স্বাধীনতাত্তোর বাংলাদেশে যে মধ্যবিত্ত শ্রেণি দেশ গঠনে ব্যাপক ভূমিকা রেখেছিলো এবং এখনও সামাজিক বিন্যাসে সমাজের বিভিন্নস্তরে অবদান রেখে চলেছে সেই মধ্যবিত্ত শ্রেণির দিন মোটেই ভালো যাচ্ছে না। সমাজে মূল্যবোধের অবক্ষয়, নিত্যপণ্যের রেকর্ড মূল্যবৃদ্ধি, ক্ষমতার টানাপোড়েন সর্বোপরি জীবিকা নির্বাহের সম্মানজনক ব্যবস্থার অভাবে এই মধ্যবিত্তশ্রেণি ক্রমেই যেনো খেই হারিয়ে ফেলছে। ব্যক্তিগত জীবনে কারো মুখাপেক্ষী না হওয়া, যত কষ্ট হোক টেনেটুনে সাধ্যের মধ্যে সংসার চালানো বলা যায় মধ্যবিত্ত জনগোষ্ঠীর একটি বিশেষ গুণ কিন্ত দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন একেবারে মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে চলে যায় তখন তাদের নীরবে কান্না করা ছাড়া উপায় থাকে না। বর্তমান বাজারে চাল, আটা, তেল থেকে শুরু করে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। অনেকেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে বাজারে নিত্যেপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তি বললেও আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোয়াবিন তেলের মূল্য ২৬% কমালো আমাদের দেশে কমেছে মাত্র ৫% ফলে ব্যবসায়ীরাই মাঝখান থেকে লাভবান হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাজারে পণ্য সমূহের যেহারে মূল্য বৃদ্ধি পেয়েছে সেহারে তো গরিব কিংবা মধ্যবিত্ত শ্রেণির আয় বাড়েনি ফলে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে অনেক কষ্টে। অনেক সময় ধারদেনা করে সংসার চালাতে বাধ্য হলেও তা কীভাবে শোধ করবে সে চিন্তায় রাতে ঘুম আসে না।
এদেশের মধ্যবিত্ত সম্প্রদায় এমন অভাগা যে, তাদের জন্য কোনোকালেই কোনো সাহায্য সহযোগিতা ছিলো না এমনকী দেশের সিংহভাগ মানুষ এদের কথা চিন্তা করে না। অনেকেই মনে করেন এদেশে মধ্যবিত্ত শ্রেণির মানুষরাই ভালো আছেন। আসলে মধ্যবিত্ত শ্রেণির মানুষ কতোটুকু ভালো আছেন তা আর তলিয়ে দেখেন না। মূলত এদেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা যতোই কষ্টে থাকুক না কেনো একথা তারা কোনোদিনও কাউকে মুখ ফুটে বলে না, কারণ কষ্টে আছে বললেও অনেকে বিশ্বাস করতে চায় না। মূলতঃ একজন মধ্যবিত্ত মানুষ যতোই কষ্টে থাকুক তাদের পোশাক আশাকে তা মনে না হওয়ায় মধ্যবিত্তের মানুষেরা মাঝেমধ্যে পড়ে বিপদে। আসলে একজন মধ্যবিত্তের মানুষ কষ্টে থাকলেও সে চেষ্টা করে একটা পরিষ্কার শার্ট পরে ঘরের বাইরে বের হতে আর এতে অনেকেই মনে করে এরা অনেক সুখে আছে। প্রকৃতপক্ষে বর্তমানে বাজারে যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে তাতে করে এদেশের মধ্যবিত্ত নামক সম্প্রদায়টি ভালো থাকার কোনো সুযোগ নেই, আর তাই এখন দেশের প্রতিটি মধ্যবিত্ত সম্প্রদায়ে ঘরে ঘরে চলছে নীরব কান্না। জানিনা এই কান্নার শেষ কোথায়!

পূর্ববর্তী নিবন্ধবর্ষাকালে শিশুর পানিতে ডুবে মারা যাওয়া: প্রয়োজন সচেতনতা
পরবর্তী নিবন্ধপবিত্র হজ্ব বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের মহাসম্মেলন