মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা আবদুল ওয়াদুদ রিপনের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর। বুধবার (২০ অক্টোবর) আগ্রাবাদ
কমার্স কলেজের অনুষ্ঠিত বিক্ষোভ থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীলরা বলছেন, আবদুল ওয়াদুদ রিপনের কোনো খারাপ দিক ছিল না। সব সময় মাইজভান্ডারী তরিকার আকিদামত চলত। আজ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বিচারিক কাজকে কলুষিত করেছে ষড়যন্ত্রকারীরা।
মাইজভান্ডারী তরিকার প্রদীপ নেভানোর পায়তারা করছে। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত আসিমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে রিপনের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। বিক্ষোভে দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন।