ভোটের অধিকার ফিরিয়ে আনতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে

ড্যাবের মানববন্ধনে ডা. শাহাদাত

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, একদফার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ভোট ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে পেশাজীবী সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল রোববার নগরীর প্রবর্তক মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড্যাব জেলার সহ সভাপতি ডা. কাজী মাহবুব আলমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ মইনুদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীন, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, ডা. মো. আবুল কালাম, ডা. ফয়েজুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. মিনহাজুল আলম, ডা. রানা চৌধুরী, ডা. নুরুল আবছার খান, ডা. নাজমুল মোরশেদ, ডা. জোনায়েদ রায়হান, ডা. জাহেদুল আলম, ডা. ফাহিম, ডা. আতিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে নগর যুবলীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধবর্তমান প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর