বর্তমান প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর

মোস্তফা-হাকিম কলেজে বিদায় সংবর্ধনায় এমপি দিদার

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর বর্তমান প্রজন্ম। আধুনিক সুশিক্ষিত শিক্ষিত ছাত্রছাত্রীরাই ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ও উন্নত বাংলাদেশে পরিণত করবে। তিনি এইচএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফলের লক্ষ্যে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম কলেজের সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল রোববার কলেজের শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ শাহীন আলম। বিশেষ অতিথি ছিলেন মোস্তফাহাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহাম্মদ সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মাহফুজুল হক চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আবু সগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, বিদায়ী শিক্ষার্থী বিশাল শর্মা ও সুলতানা আক্তার নুপুর। উপস্থাপনায় ছিলেন প্রফেসর অসীম চক্রবর্তী ও জুলেখা বেগম। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন এবং জাতির পিতা ও বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি দিদারুল আলম এমপি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোটের অধিকার ফিরিয়ে আনতে পেশাজীবীদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধমানবিক সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে