ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে

হালিশহরে মতবিনিময় সভায় শাহাদাত

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:১৬ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেন, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করোনাকালীন সময়ে মানুষ অনেকটা নির্বাচন বিমুখ হয়ে গেছে। কাজেই নির্বাচন কমিশন, সরকার, প্রশাসনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য জোরালো ভূমিকা রাখতে হবে।
শাসকগোষ্ঠীর চারদিকে দুর্নীতি, সন্ত্রাস আর লুটপাটের মহোৎসব চলছে, তাতে জনগণ অতিষ্ঠ। জনগণকে ক্ষেপাবেন না, জনগণকে ক্ষেপিয়ে জুলুম-নির্যাতন করে কোন স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। আগামী ২৭ জানুয়ারি সিটি নির্বাচনে ভোট ডাকাতদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলে নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করে নষ্ট করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। পার্লামেন্টকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। যার ফলোশ্রুতিতে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব হবে না।
৩৭ নং উত্তর মধ্যম হালিশহর মুনির নগর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, শেখ নুরুল্লাহ বাহার, শামসুল আলম, হানিফ সওদাগর। আরো উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম উদ্দিন শাহীন, হাসান মুরাদ, কামাল উদ্দিন চৌধুরী, ইসমাইল খান, মো. শওকত, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ওসমান গনি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিদা খানম, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, শহিদুল আলম, শাহাবুদ্দিন সাবু, মোহাম্মদ সিরাজ, হারুনুর রশিদ শুকুর, কফিল উদ্দিন, বকতিয়ার সালাউদ্দিন মিয়া, আব্দুল হক, শহিদুল আলম লাবু, মোহাম্মদ তারেক, মো. কামরুল, মাসুদ হোসেন সাজু, বশিরুল ইসলাম পলাশ, মিফতাহুল শিকদার টিটু, নাজিম উদ্দিন, আলী আজম, শহিদুর রহমান, মোরশেদ আলম, দিদারুল আলম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাব্বি হেলাল তালুকদার, রাসেল মির্জা, গোলাম নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি ছিল সৃষ্টিশীল ও সেবাধর্মী’
পরবর্তী নিবন্ধসাহায্যের আবেদন