ভোক্তা অধিকার সুরক্ষায় সোচ্চার হতে হবে সর্বসাধারণকে

সিআরবির অনুষ্ঠানে সেলিম উদ্দিন

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১২:২২ অপরাহ্ণ

‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশের (সিআরবি) উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সেলফ এইড’র চেয়ারম্যান ও মহিলা কলেজ চট্টগ্রাম’র অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিআরবির মহাসচিব কেজিএম সবুজ। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূকম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন লেখক সৈয়দ মুহাম্মদ জুলকরনাইন, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সিআরবি’র সমন্বয়ক ইকবাল ইবনে মালেক, পরিমল দাশ, মো. জসিম উদ্দিন, মেশবাহুল হক প্রমুখ। অনুষ্ঠানে ড. সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশে ভোক্তা অধিকার এখনো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক নয়। প্লাস্টিক দূষণ রোধের ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে। বিশেষত প্লাস্টিকের পুনঃব্যবহারে গুরুত্বারোপের বিকল্প নেই। ভোক্তার অধিকার সংরক্ষণে সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষকেও তাদের অধিকার আদায়ে সোচ্চার ও সতর্কতা অবলম্বন প্রয়োজন। যেভাবেই হোক সুন্দর ও নিশ্চিত আগামীর জন্য ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য ও সেবা নিশ্চিতের বিকল্প নেই। আলোচনার প্রারম্ভে কাজীর দেউড়ি চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা ও আলোচনা সভায় চট্টগ্রাম সমাজ কল্যাণ সংস্থা, বাকলিয়া বহুমুখী মহিলা সমবায় সমিতি লি., দৃষ্টিকোন ব্লাড ডোনার এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই টন জাটকা জব্দ এতিমখানায় বিতরণ
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও আলিয়ঁস ফ্রঁসেজের মধ্যে সমঝোতা স্মারক