ভাসানচর গেলেন আরো ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা

| শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা পল্লীর গিঞ্জি পরিবেশ ছেড়ে তুলনামূলক উন্নত জীবনযাপনের আশায় পঞ্চম ধাপের দ্বিতীয় দিনে আরও ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন। খবর বাসস’র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশে যাত্রা করে।প্রথমদিনে বুধবার ২ হাজার ২৬০ রোহিঙ্গা ভাসানচরে যান। এর আগে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে এনে চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে রাখা হয় তাদের। সেখান থেকে বুধবার ও বৃহস্পতিবার ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করে তারা।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, কয়েক ধাপে এপর্যন্ত ১৩ হাজার রোহিঙ্গা ভাসানচরে গেছেন। তারা সেখানে ভাল পরিবেশে রয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের দমন-পীড়নে নিপীড়িত ও বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে টেকনাফ ও উখিয়ার ক্যাম্পগুলোতে বসবাস করছে। তাদের নিজ দেশে ফিরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। তবে এখানকার ঘিঞ্জি পরিবেশ থেকে আপাতত নিরাপদ জীবনযাপনের জন্য অন্তত এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনের আয়োজন
পরবর্তী নিবন্ধঅপরাধী শনাক্তে র‌্যাবের প্রযুক্তি ওআইভিএস যেভাবে কাজ করবে