ভাষা শহীদদের ত্যাগে উজ্জীবিত হোক তরুণ প্রজন্ম

লায়ন্স ক্লাব চিটাগাংয়ের সভায় বক্তারা

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের উদ্যোগে ও লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি ক্যামব্রিয়ানের আয়োজনে লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে আলোচনা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে ও লিও ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি লিও অদিতি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভা এবং লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের জয়েন্ট সেক্রেটারি

 

ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লিও ক্লাব অব চিটাগংয়ের ভাইস প্রেসিডেন্ট লিও শেখ মুনতাসির মামুন, টেমার লিও এমরান খান মেহেদী, সার্ভিস সেক্রেটারি লিও সারওয়ার আলম, এসোসিয়েট সিস্টার

কোঅর্ডিনেটর লিও অনন্যা মজুমদার দিয়া ও লিও মাজহারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন সভাপতি লায়ন গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, লায়ন আব্দুর রব শাহীন, লায়ন বাবুল কান্তি লালা এবং লায়ন বাসুদেব সিনহা। সভাপতির বক্তব্যে লায়ন

এম সোহেল খান বলেন, ভাষা আন্দোলনের ফলেই আমাদের বাংলা ভাষায় আজ আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছি। বায়ান্নর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশের বীজ বপন হয়েছিলো। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

অনুপম মজুমদার, নাজমুল হাসান, মাহমুদুন নবী, তাসফিয়া তাসনিম, প্রিয়ন্তি বড়ুয়া, নুজহাত আনোয়ার, সায়েদুল আলম, মারিয়া দিলশাদ, শওকত মিয়া, পুজা ধর, ইমরুল কায়েস অপু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট্রেটের পারফর্মিং আর্টস শীর্ষক কর্মশালা
পরবর্তী নিবন্ধমোবাইল ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক