একুশের ফাগুনআভা
রক্তপলাশ রাজপথে–ঊর্ধগগনে কৃষ্ণচুড়া,
এসে দাঁড়িয়েছে সেদিনের মতো আজ–ও
হাতে কবিতার ফুল।
রুদ্র আকাশে হাজার ঝিলিক বাজ–ও,
জনস্রোতের হৃদয়ে দামামা গান,
কেউ মানবে না মায়ের স্বরের লাঞ্ছনা
থামবে না এই অকূল পথচলা সংগ্রাম।
বিকিরণ তেজে ভাঙে শব্দ
অণু–পরমাণু অক্ষর পাপড়ি,
ভাঙে সংগীত মূর্ছনাতে
ছন্দ–কণার সুরসপ্তক স্বাক্ষর,
বর্ণমালার ললিত বর্ণছটায়
সমস্ত দেশ জাগ্রত একুশ।
প্রভাতফেরিতে দৃশ্য–আলপনা,
একুশ আমাদের বোন
ছায়া–পাশে সেদিনের মতো,
ভাষার মিনার–একুশেতে পরিণত।