ভাষার দাবিতে

বিভা ইন্দু | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চর্যাপদের অক্ষরগুলোই

বাংলা মায়ের বোল

উর্দুই হবে বাঙালির ভাষা

জিন্নাহর শোরগোল।

ঢাকার রাজপথ দখল নিলো

পাক পুলিশের দল

প্রতিবাদ আর বিক্ষোভে জাতি

দেশপ্রেম ছিল বল।

আগুন আগুন আট ফাল্গুন

ক্ষোভের কথা শোনো

ভাষার দাবিতে ভাইয়েরা সেদিন

মাথা নোয়ায়নি জেনো।

রফিক শফিক দামালের দল

স্লোগান মুখর হয়ে

বাংলা ভাষার মান রেখেছিল

রক্তের বিনিময়ে।

ভাষার দাবিতে সাহসী খোকারা

শহিদ হয়েছে সেদিন

ফেব্রুয়ারির প্রতিটা প্রহরই

খোকার রক্তে রঙিন।

আগুন আগুন আট ফাল্গুন

ক্ষোভের কথা শোনো

ভাষার দাবিতে

মাথা নোয়ায়নি জেনো।

পূর্ববর্তী নিবন্ধএকুশের চেতনা হোক অসামপ্রদায়িক বাংলাদেশ
পরবর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন : সময়ের চাহিদা পূরণে লিবারেল আর্টস এন্ড সায়েন্সেস