ভালো লাগে শীতে

মনজু আলম | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ভালো লাগে শীত ভোরে কুয়াশা চাদর

স্বজনের ভালোবাসা, স্নেহ বা আদর।

ভালো লাগে মেঠো পথে গবাদির সারি,

শীত পিঠা নিয়ে ছুটা এবাড়ি ও বাড়ি।

ভালো লাগে শীত রোদে খড়ের উঠোন,

চুলো ঘিরে মার পাশে সব ভাই বোন।

ভালো লাগে শীত ভোরে ভাপা পিঠা রস,

চুটিয়ে আড্ডায় বন্ধু আরেকটু বস

ভালো লাগে শীত রাতে পোহাতে আগুন,

দূর গাঁয়ে যাত্রা পালা ঝুমঝুম ধুন।

পাড়ার পুকুরে শীতে গোসলের স্মৃতি,

ঝুপ করে ডুব দেয়া ওটা ছিল রীতি।

ভালো লাগে কুয়াশায় ঘাস ডগা জল,

ডুব দিয়ে চলে যেতে স্মৃতির অতল!

শীত আসে শীত যায় স্মৃতিগুলো ডাকে,

যন্ত্র এ জীবনে হ্রস্ব অবসর ফাঁকে।

পূর্ববর্তী নিবন্ধআমার স্বর্গ মাগো তুমি
পরবর্তী নিবন্ধরিক্ত শীত