ভালোবাসার মৃদঙ্গ সুরে

শাহীন মাহমুদ | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:১৪ পূর্বাহ্ণ

আরাধ্যা আমার প্রথম প্রেম
ঘুম ভাঙা শুভ্রতায় ফুল কুড়ানো সেই আরধ্যা
আধেক ঘুমে আধেক পূজায় উদকে ভাসা ব্রাহ্মকমল
আরধ্যা আমার প্রথম বিস্ময়!
চিনান নগর বুকে পুষ্পশরীর
চোখ মেলা ঝিলম সাগর
আরুশির গালে পড়া টোল
সে আমার প্রথম প্রেম
যে সবুজ বৃক্ষে সঁপেছে প্রাণ।

আরাধ্য আমার সেই প্রেম
যে কিনা শব্দঘরে ওম দিয়ে পাখি উড়ায়
নিমিষে হেঁটে পার হয় মালয় সাগর
ভালোবাসার মৃদঙ্গ সুরে উন্মাদ হয়
চেনান নগরের প্রেমিক পুরুষ বনে যায় নিমিষে
সে আমার প্রেম
সে আমার বেড়ে ওঠা সবুজ ভালোবাসা
সে আমার কবি
সে আমার আরাধ্য সবুজ বেলাভূমি।

পূর্ববর্তী নিবন্ধধোঁয়ার প্রাচীর
পরবর্তী নিবন্ধসময়ের তুলনায় অগ্রসর মহীয়সী নারী রোকেয়া