ধোঁয়ার প্রাচীর

করিম রেজা | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:১৪ পূর্বাহ্ণ

ডিমের কুসুম সূর্য ওঠে শীত সকালে
বুকের ভেতর উষ্ণতাকে আগলে রেখে,
কায়দা-কোরান পড়তে ছোটে পাড়ার ছেলে
ধোঁয়ার প্রাচীর ঠিক পেরিয়ে শিশির মেখে।

খেজুর ডগা ছিলছে চাচা ফর্সা করে
কাল সেখানে বসবে গিয়ে রসের হাঁড়ি,
ভাঁপার পেটে গুড়ের উঁকি রান্না ঘরে
কোন সুবাসে উঠল ধোঁয়া সুফির বাড়ি।

একটু পরে নামবে পাখি দিঘির জলে
সাইবেরিয়া ছাড়ল শীতে হংস তারা,
সন্ধ্যা হলে অযুত পাখি গাছের ডালে
কণ্ঠ ছেড়ে কোরাস করে মাতায় পাড়া।

পূর্ববর্তী নিবন্ধফড়িং চোখের দৃষ্টি
পরবর্তী নিবন্ধভালোবাসার মৃদঙ্গ সুরে