ভালোবাসার পরিধি অসীম

শাহিদা আয়শা | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

‘ভালোবাসা’ চার অক্ষরের একটি শব্দ, হৃদয় নিঃসৃত নিরন্তর প্রবাহমান ধারা-যা সমন্ত অসত্য অসুন্দরকে ছাপিয়ে অনন্ত সুন্দরের সন্ধানে ছুটে চলে। আধ্যাত্মিক কিংবা পার্থিব-ভালোবাসার আছে অপরিমেয় শক্তি, যা দিয়ে বিশ্বজয় করা যায়। ভালোবাসার পরিধি অসীম। এটা হতে পারে স্রষ্টার জন্য, হতে পারে তাঁর সৃষ্টির জন্য-মানুষের জন্য। মা-বাবা-ভাই-বোন-আত্মীয়-পাড়া প্রতিবেশী-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি। এতে কোনো সংকোচ বোধ করার প্রশ্ন উঠতেই পারে না। প্রকৃত ভালোবাসা কোনো শর্ত বা দিনক্ষণ বিচার করে হয় না। বর্তমান সময়ে আমরা ‘ভালোবাসা’ শব্দটাকে দু’টি বিপরীত লিঙ্গের মানুষের মধ্যকার প্রেমঘটিত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। একারণে কাউকে খুব সহজে ‘ভালোবাসি’ বলতে পারি না। সংকোচ, লজ্জা, ভয় এবং অপরাধবোধ কাজ করে। অথচ আমরা বুঝতে পারি না প্রেম আর ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস। একবিংশ শতাব্দীর প্রায় শুরুর দিক থেকেই প্রতিবছর আমাদের দেশে ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন ডে’ খাঁটি বাংলায় ‘ভালোবাসা দিবস’ পালিত হচ্ছে। ধার করা এই বিদেশি সংস্কৃতি পালনে আমাদের আড়ম্বরতার কোনো ঘাটতি না থাকলেও দিন দিন আমাদের ভালোবাসায় বিশ্বাস, সম্মান ও দায়িত্ববোধের যথেষ্ট ঘাটতি তৈরি হচ্ছে, এটা অনস্বীকার্য। সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে ভালোবাসার অপরিমেয় শক্তিকে হৃদয়ে ধারন করে বিশ্বাসযোগ্য ভালোবাসাময় মানবিক জীবন গঠনই হোক ভালোবাসা দিবসের মূল প্রতিপাদ্য।
লেখক: শিক্ষক

পূর্ববর্তী নিবন্ধফাগুনের প্রহরে
পরবর্তী নিবন্ধসম্মান ও মর্যাদা দিয়ে শিক্ষকদের অনুপ্রাণিত করা উচিৎ