ফাগুনের প্রহরে

খালেছা খানম | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

প্রায়ই সবাই বসন্তকে চায়,
কিন্তু কেউ কেউ ভাসে বরষায়।
প্রায়ই সবাই পুলকিত থাকে কোকিলার কুহুতানে,
আর কারো মন সিক্ত হয় বারিধারার গানে।
বসন্ত ফুলে ফুলে হয় পরিপূর্ণা যৌবনা,
বর্ষা কেবলই ঝরায়,থাকে উদাস, আনমনা!
কারো যৌবনে বসন্ত আসে একবার,
আবার কারো জীবনে বর্ষাগম হয় বহুবার।
হৃদয়ে বহে না আজি বসন্তের সমীরণ
রিক্তহৃদে কী করে করি বসন্তকে বরণ?
তবুও আজি এই ফাগুনের প্রহরে,
বেজে ওঠুক সুখের বীণ অন্দরে অন্দরে।
ফুলের সৌরভে সুরভিত হোক সকলের অন্তপ্রাণ,
অলির গুঞ্জরনে মাতোয়ারা মনে, হৃদয়ে আসুক বান।

পূর্ববর্তী নিবন্ধফাগুন ভালোবাসা
পরবর্তী নিবন্ধভালোবাসার পরিধি অসীম