ভালোবাসার অভ্যাস

হৈমন্তী তালুকদার | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০০ পূর্বাহ্ণ

শীতের হিমহিম হাওয়া হলে তুমি,

তাই আমি জড়িয়ে নিলাম ভালোবাসার চাদর।

যাতে গুটিসুটি ভালোবাসারা পায় ওম।

ধোঁয়া ওঠা চায়ের চুমুকের মতো

অতৃপ্ত থেকে যাক আমাদের ভালোবাসাগুলো।

লজ্জাবতীর মতো আমিও তোমার আলতো ছোঁয়ায়

গুটিয়ে নিবো রোজ আমাকে।

ভাসমান মেঘের মতো তোমার আকাশে দাপিয়ে বেড়াই আমি।

কখনো কড়া রোদের তাপে, কখনো কালবৈশাখী ঝড়ে,

কখনো বরফগলা তুষারপাতে,

আমাদের ভালোবাসাকে আগলে রাখতে হিমশিম খেতে হয়।

তবুও শীতের ঝাপসা কুয়াশায়

বর্ষার প্রচণ্ড বারিধারায় গ্রীষ্মের তপ্ত দাবদাহে

ঐ একই আকাশটায় আমরা

মানিয়ে নিতে অভস্থ হয়ে গেছি।

এই অভস্থতা আজ এক যেন স্বস্তির নিঃশ্বাস।

ভালো লাগার রোজকার গরম ধোঁয়া ওঠা,

প্রিয় কাপে চায়ের চুমুকের মতো আমাদের ভালোবাসার অভ্যাস।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ তুমি দূরেই ভালো
পরবর্তী নিবন্ধতুমি না এলে