তুমি না এলে

মাসুদা তোফা | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০১ পূর্বাহ্ণ

তুমি না এলে আঁধারে ঢেকে যায় আমার অস্তিত্ব।

তুমি না এলে অধরা হয় ধরা, পাই না স্থায়িত্ব।

তুমি না এলে চারপাশ শুধু মেঘের আনাগোনা।

তুমি না এলে সব ফসলেরা হারায় সজীবতা।

তুমি না এলে চাঁদটাও বিমুখ কেমন পানসে।

তুমি না এলে উত্তাল সাগরেও স্তব্ধ নীরবতা।

তুমি না এলে আকাশটার বুকে নীল কষ্ট ঝরে।

তুমি না এলে সাইবেরিয়ার বরফ অভিমানে গলে।

তুমি না এলে মরুর বুকে নিঃশ্বাস টুটে ক্ষণিকে।

তুমি না এলে মা হারা বাচ্চাটা যে অবিরাম কাঁদে।

তুমি না এলে অপেক্ষায় মা বসে থাকে আনমনে।

তুমি না এলে সবকিছু কেমন ফাঁকা শূন্য লাগে।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার অভ্যাস
পরবর্তী নিবন্ধঅনির্বাণ শিখা