অনির্বাণ শিখা

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০২ পূর্বাহ্ণ

সূর্যের উনুন থেকে উদগীর্ণ হয়

অগ্নি লেখা স্বাধীনতা শব্দটির ঘ্রাণ।

একটি বিচূর্ণ জাতি জেগে ওঠে মন্ত্রে

এক পিতা বজ্রকণ্ঠে ছড়িয়ে চলেছে

অগ্নিমন্ত্র, জনতার হৃদয় কুহরে।

লাখো নিরস্ত্র মানুষ ঝাঁপিয়ে পড়েছে

সশস্ত্র হানাদার বাহিনির ওপর,

ছিনিয়ে এনেছে সমুদ্র সিঞ্চিত জয়।

এক রক্ত লুণ্ঠনের রূঢ় ইতিহাসে

জেগে ওঠে এক তেজস্ক্রিয় জাতি

অগ্নিঝরা নীল রাত্রির ভিতর।

পতিত সূর্যকে তুলে নেয় সগৌরবে

ইতিহাসের পাঁজর খুলে ঢুকে পড়ে

সদ্যোজাত দেশ আমাদের বাংলাদেশ।

সবুজ ঘাসের ওপর রক্তিম সূর্য

লিখে রাখে কিছু রক্ত ঝরা দীর্ঘ গল্প

রক্তাক্ত দেশপ্রেমের নীল অভিধানে।

মাটির সতৃষ্ণ রক্তবীজে জ্বেলে রাখে

বিজয়ের অনির্বাণ শিখা

আমাদের প্রজন্মের জন্য।

পূর্ববর্তী নিবন্ধতুমি না এলে
পরবর্তী নিবন্ধপ্রত্যাশার যাতনা