প্রত্যাশার যাতনা

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:০২ পূর্বাহ্ণ

জীবনে কীসের এতো প্রত্যাশা!

কীসের ভাবালুতায় আমরা

এগিয়ে চলি এর প্রান্তরের দিকে

যদিও জানি একদিন

ঐ প্রান্তর হবে বিরাণ,

শূন্যতা ডানা মেলে

করবে বিলাপ!

তবু আমরা বিমুগ্ধ হই

ঐ প্রান্তরের ফসল সুষমায়,

ঝোঁপে ঝোপে প্রজাপতির

সুধা অন্বেষায় ;

পুষ্পের মেলায় প্রজাপতি

খোঁজে তার সবটুকু সুধা,

জীবনের কাছে তার প্রত্যাশা

কি খুব বেশি?

আমাদের প্রত্যাশাগুলো

মিটিমিটি জ্বলা নক্ষত্রের মতো,

বয়ে চলা ঝিরঝিরে নদীটির

সাবলীলতার মতো যদি হতো

থাকতো না কোন হতাশা ;

হতো না ছন্দপতন গভীর নিশীথে

কাওয়ালের সুর মূর্ছনায়।

সৌখিন বাঁশরিয়া,

আজ তোমার প্রাণহরা সুরের

স্নিগ্ধতা ঢালো নিসর্গে,

আমাদের কষ্টদগ্ধ অন্তরে

সেই অনেক আগের মতো!

পূর্ববর্তী নিবন্ধঅনির্বাণ শিখা
পরবর্তী নিবন্ধদেশে বৈদেশিক মুদ্রার তীব্র সঙ্কটে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি প্রসঙ্গ