ভার্চ্যুয়াল জগৎ কারও জন্যে ক্ষতিকর, কারও জন্যে আশীর্বাদ

নাজনীন লাকী | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

একবার ভাবুনতো সবাই যদি আপনার মত মুখ ফিরিয়ে রাখে তবে কীভাবে পৃথিবী সামনে এগুবে? ধরুন আপনি গর্ববোধ করেন আপনি ফেইসবুক এ নেই, আপনি পোস্ট দেন না, আপনি থাকেন, তবে আড়ালে। আড়ালে থেকেই আপনি সব কিছু সংগ্রহ করেন। এজন্য আপনি কোথাও পিছিয়ে নেই। অর্থাৎ আপনি জ্ঞান সংগ্রহ করেন কিন্তু অন্য থেকে নিয়ে দিয়ে নয়, আপনি তর্ক করেন না, কারও সমালোচনা করেন না। একবার ভাবুনতো সবাই যদি আপনার মতই চুপচাপ থাকেন তবে সামনে এগুবেন কেমনে? কারণ অন্যের তর্ক, সমালোচনা, আর পোস্ট কিন্তু আপনার জ্ঞানের আলো। এখন বলবেন আগে ফেইসবুক ছিলো না। (ক্ষুদ্র অর্থে শুধু ফেইসবুক উদাহরণ হিসেবে রাখলাম) তখন কি পৃথিবী থেমে ছিলো? না থেমে ছিলো না। চলছিলো কিন্তু অন্য প্রেক্ষাপটে। সীমিত পরিসরে। আপনি দেখুন না। ২০ বছর আগের পৃথিবী আর এখন! ২০ বছর আগের বাংলাদেশ আর এখন? তাই কারও কারও সাহসিকতা, কারও কারও বাড়াবাড়ি কিংবা অকাজ আপনার জ্ঞানকে সমৃদ্ধ করে। আজাইরা পোস্ট থেকেও শিক্ষণীয় কিছু না কিছু আছে। বড়ো পরিসরে বললে পৃথিবীর সকল সৃষ্টি, সকল বই, সকল অপকর্ম, ইন্টারনেট, চলচ্চিত্র, সমালোচনা সব কিছুই কারও জন্যে ক্ষতিকর আবার একই জিনিস কারও জন্য আশীর্বাদ।

পূর্ববর্তী নিবন্ধসৌরভে ভরা মায়ার জীবন
পরবর্তী নিবন্ধজট