ভারতফেরত আরো চারজন করোনা নেগেটিভ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আরো চার বাসিন্দা ভারত থেকে ফিরেছেন। গতকাল সকালে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসেন তারা। সেখানে এন্টিজেন টেস্টে চারজনেরই করোনা নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। চারজনের মধ্যে একজন রোগী ও বাকি তিনজন রোগীর পরিবারের সদস্য জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, এন্টিজেন টেস্টে নেগেটিভ আসলেও আরটিপিসিআর টেস্টের জন্য তাদের সকলের নমুনা নেয়া হয়েছে। যিনি রোগী তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনের কোয়ারেন্টাইন নিশ্চিতে সিভিল সার্জনের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। রোগীর পরিবারের ওই তিন সদস্যকে হোটেল এলেনায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআছদগঞ্জ উদ্দিপন ক্লাবের সভা