ভবিষ্যতের নির্বাচন ‘আরও সুষ্ঠু হবে’ আশা রাষ্ট্রপতির

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ভবিষ্যতের সব নির্বাচন ‘আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে’ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম গতকাল রোববার সন্ধ্যায় বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আশার কথা বলেন। খবর বিডিনিউজের।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাৎকালে নির্বাচনী কার্যক্রমসহ কমিশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান নির্বাচন কমিশনার এ সময় গণগ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১ এর বাংলা পাঠ রাষ্ট্রপতিকে হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধটার্মিনালেও চালকদের ডোপ টেস্ট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রস্তাবিত নাম আজ সন্ধ্যায় প্রকাশ করবে সার্চ কমিটি