বড় পরিসরে ক্রীড়াঙ্গনে আসতে চায় শেখ রাসেল ক্রীড়া চক্র

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

খেলাধুলায় আরো বড় অবদান রাখতে শেখ রাসেল ক্রীড়া চক্র ব্যাপক উদ্যোগ গ্রহন করবে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এ লক্ষ্যে বলেছেন আমাদের এখন চ্যাম্পিয়ন হওয়া উচিত। ক্লাবের নির্বাচিত পরিচালনা পর্ষদের সভায় ফুটবল ও টেবিল টেনিস নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই সভায় আরও কয়েকটি খেলায় শেখ রাসেলের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, টেনিস আর আর্চারিতে দল গঠন করে আরও বড় পরিসরে ক্রীড়াঙ্গনে আসতে চায় নামী এই ক্লাবটি। পাশাপাশি হকি, ভলিবল, কাবাডিতে আসার পরিকল্পনাও আছে তাদের। এই লক্ষ্যে গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। নির্বাচিত পরিচালকদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল। দুই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। ডাইরেক্টর অব ফাইন্যান্সের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফখরুদ্দিন। এছাড়া ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ ও ডাইরেক্টর অব স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন সালেহ জামান সেলিম। গঠন করা হয়েছে ১৫ সদস্যের ফুটবল ও ১১ সদস্যের টেবিল টেনিসের দুটি শক্তিশালী স্ট্যান্ডিং কমিটিও। এই সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত পরিচালক ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, লিয়াকত আলী খান,ক্লাবের নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার ও বাফুফে সহসভাপতি ইমরুল হাসান।

পূর্ববর্তী নিবন্ধবালিকা গ্রুপে রাউজান ও পটিয়া ফাইনালে বালকদের গ্রুপে পটিয়া,ফটিকছড়ির জয়লাভ
পরবর্তী নিবন্ধশাস্তি নির্ধারনে আবার এক সদস্যের কমিটি!