বড়শি ছাড়াতে সাগরে নেমে ভেসে গেল যুবক

৮ ঘণ্টা পর লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বড়শি ছাড়াতে সাগরে নেমে জোয়ারের স্রোতে ভেসে যাওয়া নুরুল করিম (৩৭) এক যুবকের লাশ আট ঘণ্টা পর পাশের খাল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ডের ডুবুরি দল। গতকাল রোববার রাত ৯টায় লাশটি উদ্ধার করে তারা।
দুপুর ১টার দিকে বড়শি আটকে গেলে সাগরে নামেন তিনি। এ সময় জোয়ারের স্রোতে ভেসে যান। সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ঘাটঘর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক একই এলাকার হিঙ্গুলি পাড়া গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কুমিরা কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং কুমিরা ফাঁড়ির নৌ পুলিশ উদ্ধারে নামে। রাত নয়টার দিকে তারা লাশটি উদ্ধার করতে সক্ষম হন। নুরুল করিমের বড় ভাই ইলিয়াছ জানান, নুরুল করিম ও তার দোকানের কর্মচারী মো. শহীদ গতকাল দুপুর থেকে কুমিরা ঘাটঘর ব্রিজ এলাকায় সাগর উপকূলে বসে মাছ ধরছিল। ওই সময় সাগরে ফেলা বড়শিটি আটকে গেলে নুরুল করিম তা ছাড়াতে নেমে জোয়ারের স্রোতে ভেসে যায়। ঘটনার ৪ ঘণ্টা পর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। তারা স্থানীয়দের নিয়ে ডুবে যাওয়া স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। ৫টার দিকে কোস্টগার্ডের ডুবুরি দলও আসে। রাত নয়টার দিকে পাশের একটি খালে তার সন্ধান পাওয়া যায়। সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, নিখোঁজ ওই ব্যক্তিকে রাত নয়টার দিকে উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমূল্য ফেরত নয়, দেরিতে হলেও পণ্যই দেওয়া হবে : ইভ্যালি এমডি
পরবর্তী নিবন্ধ৭৮৬