বড়পোল-আনন্দবাজার রুটে যাত্রী ভোগান্তির অবসান চাই

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিন যাবৎ বড়পোল-আনন্দবাজার রুটে অবৈধ ব্যাটারিচালিত রিকশা এবং টমটমের মাধ্যমে লাখো মানুষ যাতায়াত করছে। কিন্তু লকডাউনের বিধি নিষেধ উঠার পরে এই রুটে অরাজকতার সৃষ্টি হয়েছে। অবৈধ যানবাহন ধরতে ট্রাফিক পুলিশ বিভাগের তৎপরতা আচমকা এই রুটে বেড়ে যাওয়ায় ব্যাটারি চালিত গাড়ি চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে। এর ফলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যেসব যানবাহন চলাচল করছে, তারা জনসাধারণকে জিম্মি করে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করছে। শ্রমিকদেরও অভিযোগ রয়েছে। তাদের দাবি, লকডাউনের পর ট্রাফিক পুলিশ তিনগুণ চাঁদা দাবি করছে যা তারা দিতে অক্ষম, যার ফলাফল এই ধরপাকড়। যাত্রীদের দাবি, অবৈধ যানবাহন হওয়ায় বিভিন্ন খরচ তুলতে স্বল্প দূরত্বেও অযৌক্তিক ভাড়া আদায় করে আসছে তারা। পুলিশ-ড্রাইভারের এই লুকোচুরি খেলায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে অত্র এলাকার লাখো জনসাধারণ। স্বল্প নিয়ন্ত্রিত এসব অবৈধ যানবাহন অনেক সময়ই দুর্ঘটনার সৃষ্টি করে। তাই কর্তৃপক্ষের নিকট দাবি, অত্র রুটে বৈধ যানবাহন চালু করে সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি দূর করা হোক।

আরমান শেখ
হালিশহর,
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরশিদ চৌধুরী : লোক ঐতিহ্যের ধারক
পরবর্তী নিবন্ধঅনুশোচনাই পারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে