অনুশোচনাই পারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে

শরিফুল ইসলাম | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মানুষ অভিনয় করে, মানুষ ভুলে যায়, মানুষ উড়তে গিয়ে আবার মুখথুবড়ে পড়ে। কিন্তু অনুশোচনা জিনিসটা ক’জনের আসে? আমরা চলতি পথে মানুষ মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলি। হয়তো বা হাসি তামাসার মধ্যে, হয়তো তামাসার খাতিরেই হয় কষ্টের লেনদেন, তবুও তার নাম কষ্ট। তবে কখনো কি মেপে দেখেছি সেই কষ্টের ওজন? আমরা মানুষ, আমরা দেবতা নই, আমাদের অনেক কষ্ট হয়- কেউ যখন অভিনয় করে, কেউ যখন ধোঁকা দেয়, তখন আমাদের বুকটা ফেটে যায়। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ করে দিতে চায়। আচ্ছা আপনি কখনো ধোঁকা খেয়েছেন? ধোঁকা, বেইমানি, বিশ্বাসঘাতকতা আসলে একই জিনিস। এসব হয় খুব কাছের মানুষ দ্বারা। দূরের কেউ ধোঁকা দিবে না। ধোঁকা দিবে আপনার কাছের মানুষ। আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, সবচেয়ে বেশি কেয়ার করবেন সেই আপনার হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিবে। কেউ সহ্য করে আবার কেউ অসহ্য হয়ে ব্যথার যন্ত্রণায় বেছে নেয় আত্মাহুতির। মানুষের অভিনয়, মানুষের বেঈমানি, মানুষের উড়তে যাওয়া স্বভাবের জন্যেই পৃথিবীতে আজ বিশৃঙ্খলার সৃষ্টি। পৃথিবীতে আজ কত স্বার্থলোভীদের বসবাস, কত খুনাখুনি। আসলে এসবের মূল কারণ হলো স্বার্থপরতা। পৃথিবী থেকে অভিনয়, স্বার্থপরতা, বিশ্বাসঘাতক দূর করতে পারে একমাত্র অনুশোচনা। অনুশোচনা মানুষকে মানুষে রূপান্তরিত করে। আমাদের জন্য অনুশোচনা অতীব জরুরি। পৃথিবীকে শান্তিময় শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমাদের দরকার অনুশোচনা। লেখক: শিক্ষার্থী

পূর্ববর্তী নিবন্ধবড়পোল-আনন্দবাজার রুটে যাত্রী ভোগান্তির অবসান চাই
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয় ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে