বড়পোলের সেই অবৈধ কার মাইক্রো স্ট্যান্ডে অভিযান চারটি গাড়ি জব্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরের বড়পোল বিদ্যুৎ অফিসের সামনে সেই অবৈধ কার-মাইক্রো স্ট্যান্ডে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে দুটি কার ও দুটি মাইক্রো জব্দ করা হয়। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অংশ নেন মেয়রের একান্ত সচিব ও ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
জানা গেছে, পিসি রোডের বড় পোল বিদ্যুৎ অফিসের সামনে অবৈধভাবে কার-মাইক্রো স্ট্যান্ডটি গড়ে তোলা হয়। কার-মাইক্রো দাঁড়িয়ে থাকায় সড়ক সংকুচিত হয় পড়ে। এ বিষয়ে ১৭ আগস্ট দৈনিক আজাদীতে একটি ফটো ফিচার প্রকাশিত হয়। এর আগে স্ট্যান্ডটির ছবি তুলতে গেলে আজাদীর ফটো সাংবাদিকের ওপর চড়াও হন কার-মাইক্রোর চালকরা। গতকালের অভিযান প্রসঙ্গে মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, চারটি গাড়ি আমরা জব্দ করে এনেছি। কার-মাইক্রো চালক সমিতির নেতৃবৃন্দকে আসতে বলেছি। ভবিষ্যতে যেন না বসে তার জন্য মুচলেকা নেয়া হবে এবং জরিমানাও আদায় করা হবে। এদিকে একই অভিযানে রাস্তার উপর পাথর রেখে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে এক ব্যবসায়ীর ১০ টন পাথরও জব্দ করা হয়। অভিযানে ফইল্ল্যাতলী সড়ক ও নয়াবাজার থেকে বড়পোল পর্যন্ত পোর্ট কানেক্টিং রোডের উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫০টি দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ জনের কাছ থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইভ্যালির রাসেল দম্পতিসহ ৮ জনের নামে অভিযোগপত্র
পরবর্তী নিবন্ধভারতের সহায়তা চাওয়া নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন মোমেন