ব্লিজাডের তাড়া খেয়ে বিজয়টা হাঁটছে খোড়া পায়ে
বিজয় মানে তো মহাপ্রাণ ;মহাপ্রয়াণ তবে কেন ডাকে
ব্রতচারী সেই খোকাটা কেন আজ উপোস বস্ত্রহীন
কেন বিধাতা বিমূঢ় এই সর্বেশ্বরবাদ পৃথিবীতে।
বিজয়টা হাঁটছে অজানা অসুখ নিয়ে
ঊনপঞ্চাশের তাড়া খেয়ে কাঁপছে বিজয় দুয়ার
বৈষম্যহীন মুক্ত সমাজ যতই হাতছানি দেয়
ততই তলিয়ে যায় নিয়মতান্ত্রিক অর্জন
ধর্মীয় জাতীয়তাবাদ ক্রমে গোল হয়ে আসে।