ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। খবর বিডিনিউজের।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তারার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসমাজের সামর্থ্যবানদের দুস্থ ও গরিবদের পাশে দাঁড়ানো উচিত
পরবর্তী নিবন্ধগণহত্যা দিবসের কর্মসূচি